Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

কালের সাক্ষি বহনকারী ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত মনোহরদী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ। কালের পরিক্রমায় আজ একদুয়ারিয়া ইউনিয়ন শিক্ষ, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার স্বকীয়তা এখনও সমুজ্জল।

 

ক) নাম - ১০ নং একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ ।

খ) আয়তন - ২৩ (বর্গ কি:মি: প্রায়) ।

গ) লোক সংখ্যা - পুরুষ - ১৩৭৬৫ জন, মহিলা - ১৪৮৫৯ জন, সর্বমোট জনসংখ্যা - ২৮৬২৪ জন। (২০১১ আদম শুমারী অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা - ২৮ টি ।

ঙ) মৌজার সংখ্যা - ২৪ টি ।

চ) হাট/বাজারসংখ্যা - ১ টি ।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম - বাস/সিএনজি ।

জ) শিক্ষার হার - ৭৬% ।

     সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১০টি,

     বে-সরকারী রেঃ প্রাঃ বিদ্যালয় - ০১ টি,

     কলেজ- ০১টি,

     উচ্চ বিদ্যালয় - ০৫টি,

     জুনিয়র উচ্চ বিদ্যালয় - ০১টি,

     দাখিল মাদ্রাসা- ০১টি।

ঝ) দায়িত্ব্যরত চেয়ারম্যান- জনাব মো: আনিসুজ্জামান সরকার মিটুল।

ঞ) ডাকঘর- ০৫টি।

ট) ভূমি অফিস - ০১টি।

ঠ) সিনেমা হল - ০১ টি।

ড) ইটাখোলা - ০৩টি।

ণ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র - ০১টি।

ত) কমিউনিটি ক্লিনিক - ০৪টি।

থ) গ্রামীন ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক - ০১টি।

দ) পশুপালন হাসপাতাল- ০১ টি।

ধ) মসজিদ - ৬০ টি।

ন) গ্রাম সমূহের নাম- একদুয়ারিয়া, রান্ধনদিয়া, লক্ষীপুর, তালতলা, কামার আলগী, চিকাদী, কুড়িপাইকা, বিলাগী, উত্তর আলগী, হাতিরদিয়া, রসুলপুর, চঙ্গভান্ডা,  মন্ডলদিয়া, সৈয়দপুর, খিলুয়া, বাসুলীকান্দি, বাসুভান্ডা, সৈয়দেরগাঁও, গোখলা, হিতাশী, নোয়াদিয়া, নধাইর, ভাষাটিয়া, বগাদী, আলালপুর, চক বগাদী, দড়িপাড়া, ডুলুন্ডা ।